শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Siliguri Institute Of Technology: ‌‌এসআইটি–র রজত জয়ন্তী উৎসবে সম্মান

Rajat Bose | ১৭ জানুয়ারী ২০২৪ ০৭ : ২০Rajat Bose


আজকালের প্রতিবেদন, শিলিগুড়ি:‌ শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি (‌এসআইটি)‌–র রজতজয়ন্তী বর্ষের তিন দিনের জমকালো উৎসব শেষ হল মঙ্গলবার। মঙ্গলবারের অনুষ্ঠান ছাপিয়ে যায় গত দু’‌দিনের অনুষ্ঠানকে। উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী, কো–চেয়ারপার্সন মৌ রায়চৌধুরী–সহ অন্য আধিকারিকেরা। মূল মঞ্চে ছিল ‘‌গুরুসম্মান’‌ প্রদান। ম্যানেজিং ডিরেক্টর খাদা পরিয়ে, স্মারক দিয়ে সংবর্ধনা জানান তাঁদের। আপ্লুত হল সম্মান প্রাপকেরা। এই অনুষ্ঠানে এসে এসআইটি ক্যাম্পাস এবং তখন এলাকার যে চিত্র ছিল তা নিয়ে স্মৃতিচারণ করেন সত্যমবাবু। চোখের সামনে এমন বদলে যাওয়া এলাকায় এসআইটি–রও অল্প হলেও অবদান রয়েছে বলে মনে করেন তিনি। সোমবারই এই মঞ্চে এসে শিলিগুড়ির মেয়র গৌতম দেব স্বীকার করে যান টেকনো ইন্ডিয়া গ্রুপ ও তার অধীন প্রতিষ্ঠান এসআইটি–র অবদানের কথা। 
২৫ বছর আগে ৪টি বিভাগ নিয়ে চালু হওয়া এই কলেজটিতে একের পর এক বিভাগ চালু হয়েছে। ২৫ বছর ধরে এই প্রতিষ্ঠানটি বহু রত্ন তৈরি করেছে। দেশের বিভিন্ন প্রান্তেই শুধু নয়, ইওরোপ, আমেরিকা–সহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত তাঁরা। সেই প্রতিষ্ঠানের ২৫ বছরের এই উৎসবে তাই ভাগীদার করা হয় প্রায় সমস্ত পেশা ও পেশার বাইরের মানুষকেও। ১৪ জানুয়ারি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে ট্যাবলো–সহ বিশাল শোভাযাত্রা করে শুরু হয়েছিল এসআইটি–র রজতজয়ন্তী বর্ষের উৎসব। দ্বিতীয় দিনে বিশিষ্টজনেদের সম্মান জানানো হয়। মঙ্গলবার উৎসবের শেষ দিনে জানানো হয় গুরুসম্মান। এই সম্মান জানানো হয় স্কুল, কলেজ ও টেকনো ইন্ডিয়া গ্রুপের নানা প্রতিষ্ঠানে অবদান রেখেছেন কিংবা এখনও রেখে চলেছেন এমন কর্মকর্তা, আধকারিক, শিক্ষক, শিক্ষাকর্মীদের। সত্যম রায়চৌধুরী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‌২৫ বছর উদ্‌যাপন আমার কাছে আনন্দের। মনে পড়ছে প্রথম দিনের কথা। তখন প্রথম দাঁড়িয়ে যা বলেছিলাম, আজ মনে হয় তার কিছুটা পূর্ণতা পেয়েছে। ২৫ বছরের জার্নি, এত পড়ুয়া, ফ্যাকাল্টি, বন্ধু রয়েছেন। তার সঙ্গে অন্য ক্যাম্পাসের প্রিন্সিপালরা রয়েছেন। তিনদিন ধরে অনুষ্ঠান চলছে। সারা বিশ্বে এখানকার পড়ুয়ারা ছড়িয়ে রয়েছেন। এখানকার কমিউনিটি ডেভেলপমেন্ট হয়েছে। প্রথম যখন ক্যাম্পাসটি চালু হয়েছিল তখন কিছু ছিল না এই এলাকায়। এখন প্রচুর বাড়িঘর, হোটেল, প্রতিষ্ঠান হয়েছে। মেয়েদের জন্য আরও একটি সিবিএসই স্কুল চালু হয়েছে। প্রতি বছরই নতুন কিছু হয়। ক্যাম্পাস তৈরি হয়, সংযোজন হয়। এমন করে ১০০টি প্রতিষ্ঠান হয়েছে টেকনো ইন্ডিয়ার। এই যাত্রা আমাদের চলতেই থাকবে।’‌ 

গুরুসম্মান প্রাপকদের সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। মঙ্গলবার, এসআইটি প্রাঙ্গণে। ছবি:‌ শৌভিক দাস 





নানান খবর

নানান খবর

বসিরহাটের রেল বস্তিতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বহু বাড়ি

মুখ্যমন্ত্রীর সফরের আগেই বড় সাফল্য, জাফরাবাদ জোড়া খুনে ফের পুলিশের জালে ১ অভিযুক্ত 

একটু পরেই সাত জেলায় কালবৈশাখী, ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে থাকবে বৃষ্টির তাণ্ডব

মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা, আসছেন ৭০০ কোটি টাকার উপহারের ডালি নিয়ে 

মাধ্যমিকের ফলপ্রকাশের পরদিনই উত্তীর্ণ পড়ুয়ার রহস্যমৃত্যুতে ছড়াল চাঞ্চল্য 

বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

 সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জের, শহর কলকাতার এই রেস্তোরাঁগুলি বন্ধ করার নির্দেশ দিল পুরসভা

গঙ্গার ইলিশের সঙ্গে এবার বাঙালির পাতে পড়তে চলেছে গঙ্গার গলদা চিংড়ি

ভাল রেজাল্ট হবে তো? ফল প্রকাশের কিছুক্ষণ আগেই চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর

স্বাধীনতার ৭৫তম বর্ষ পালন চন্দননগরে, শহরকে হেরিটেজ ঘোষণার উঠল দাবি

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

সোশ্যাল মিডিয়া